Monday, 3 November 2014
সিড়ির চওড়া সিড়ির প্রস্থ কমপক্ষে ৭৫ সেন্টিমিটার
হওয়া উচিৎ, আর যদি ব্যবহারকারির
সংখ্যা ১০ এর বেশি হয় সেই ক্ষেত্র ৯৫
সেন্টিমিটার। দুই বা এর অধিক পরিবার
হলে ১০০ সেন্টিমিটার এবং একাধিক পরিবার
এবং ১০ এর অধিক ব্যবহারকারি হলে ১২৫ সেন্টিমিটার হওয়া উচিৎ। হোটেল, অফিস,
সিনেমা ইত্যাদি পাবলিক জায়গা সমুহতে এর
চওড়া হবে ১৫০ সেন্টিমিটার। ল্যান্ডিং এর
চওড়া কমপক্ষে সিড়ির মত হবে। ৩০০ এর অধিক
ব্যবহারকারি হলে দুইটা সিড়ি ব্যবহার
করা উচিৎ। সিড়ির পাদানি বা ট্রেড আবাসিক ভবনে সিড়ির ধাপের চওড়া ২৫০
মিমি হওয়া উচিৎ, এবং আবাসিক ছাড়া অন্য
ক্ষেত্রে ৩০০ মিমি হওয়া উচিৎ। সিড়ির রাইজার বা ধাপের উচ্চতা আবাসিক ভবনে সিড়ির ধাপের উচ্চতা সর্বোচ্চ
২০০ মিমি হওয়া উচিৎ, এবং আবাসিক
ছাড়া অন্য ক্ষেত্রে সর্বোচ্চ ১৫০
মিমি হওয়া উচিৎ। সিড়ির ঢাল বা স্লোপ ঢাল ২৬ থেকে ৪৫ ডিগ্রির মধ্যে হতে হবে।
তবে ৩০ ডিগ্রি একটি সঠিক পরিমাপ। সিড়ির হ্যান্ডরেইল এর উচ্চতা ৮০০মিমি থেকে ৯০০মিমি এর
মধ্যে থাকতে হবে। সিড়ির হেডরুম বা উচ্চতা এর উচ্চতা ২১০০মিমি এর উপরে থাকতে হবে।
কেননা না হলে ফার্ণিচার উঠা-নামা করার
সমস্যা হতে পারে। আলো-বাতা আলো-বাতাসের ব্যবস্থা থাকতে হবে।
এবং ইলেক্ট্রিক লাইট এর
ব্যবস্থা থাকতে হবে। সাধারণ টিপ্স ১। সকল ধাপের চওড়া এবং উচ্চতা এক
হতে হবে। অর্থাৎ ট্রেড ও রাইজার একই
হতে হবে।
২। ছাদের সাথে দরজার ব্যবস্থা থাকতে হবে।
৩। হ্যান্ড রেইল এর সাপোর্ট এর দুরত্ব ২৫০
মিমি এর বেশি হওয়া যাবে না। এতে বাচ্চারা পড়ে যেতে পারে।
৪। এক ফ্লাইট এর উচ্চতা সর্বোচ্চ
২৪০০মিমি হবে। এর বেশি হলে উঠতে কষ্ট
হবে। বিশেষ করে বৃদ্ধ মানুষজনের
সমস্যা হবে।
৫। এক ফ্লাইটে ১৫ টির বেশি ধাপ থাকা উচিৎ নয়।
৬। ট্রেড এ নোজিং ব্যবহার করা উত্তম।
৭। পিচ্ছিল করা যাবে না। এমন
ভাবে তৈরি করতে হবে যেন পিছলা না হয়।
৮। প্রাকৃতিক আলো-বাতাসের
ব্যবস্থা থাকতে হবে
হওয়া উচিৎ, আর যদি ব্যবহারকারির
সংখ্যা ১০ এর বেশি হয় সেই ক্ষেত্র ৯৫
সেন্টিমিটার। দুই বা এর অধিক পরিবার
হলে ১০০ সেন্টিমিটার এবং একাধিক পরিবার
এবং ১০ এর অধিক ব্যবহারকারি হলে ১২৫ সেন্টিমিটার হওয়া উচিৎ। হোটেল, অফিস,
সিনেমা ইত্যাদি পাবলিক জায়গা সমুহতে এর
চওড়া হবে ১৫০ সেন্টিমিটার। ল্যান্ডিং এর
চওড়া কমপক্ষে সিড়ির মত হবে। ৩০০ এর অধিক
ব্যবহারকারি হলে দুইটা সিড়ি ব্যবহার
করা উচিৎ। সিড়ির পাদানি বা ট্রেড আবাসিক ভবনে সিড়ির ধাপের চওড়া ২৫০
মিমি হওয়া উচিৎ, এবং আবাসিক ছাড়া অন্য
ক্ষেত্রে ৩০০ মিমি হওয়া উচিৎ। সিড়ির রাইজার বা ধাপের উচ্চতা আবাসিক ভবনে সিড়ির ধাপের উচ্চতা সর্বোচ্চ
২০০ মিমি হওয়া উচিৎ, এবং আবাসিক
ছাড়া অন্য ক্ষেত্রে সর্বোচ্চ ১৫০
মিমি হওয়া উচিৎ। সিড়ির ঢাল বা স্লোপ ঢাল ২৬ থেকে ৪৫ ডিগ্রির মধ্যে হতে হবে।
তবে ৩০ ডিগ্রি একটি সঠিক পরিমাপ। সিড়ির হ্যান্ডরেইল এর উচ্চতা ৮০০মিমি থেকে ৯০০মিমি এর
মধ্যে থাকতে হবে। সিড়ির হেডরুম বা উচ্চতা এর উচ্চতা ২১০০মিমি এর উপরে থাকতে হবে।
কেননা না হলে ফার্ণিচার উঠা-নামা করার
সমস্যা হতে পারে। আলো-বাতা আলো-বাতাসের ব্যবস্থা থাকতে হবে।
এবং ইলেক্ট্রিক লাইট এর
ব্যবস্থা থাকতে হবে। সাধারণ টিপ্স ১। সকল ধাপের চওড়া এবং উচ্চতা এক
হতে হবে। অর্থাৎ ট্রেড ও রাইজার একই
হতে হবে।
২। ছাদের সাথে দরজার ব্যবস্থা থাকতে হবে।
৩। হ্যান্ড রেইল এর সাপোর্ট এর দুরত্ব ২৫০
মিমি এর বেশি হওয়া যাবে না। এতে বাচ্চারা পড়ে যেতে পারে।
৪। এক ফ্লাইট এর উচ্চতা সর্বোচ্চ
২৪০০মিমি হবে। এর বেশি হলে উঠতে কষ্ট
হবে। বিশেষ করে বৃদ্ধ মানুষজনের
সমস্যা হবে।
৫। এক ফ্লাইটে ১৫ টির বেশি ধাপ থাকা উচিৎ নয়।
৬। ট্রেড এ নোজিং ব্যবহার করা উত্তম।
৭। পিচ্ছিল করা যাবে না। এমন
ভাবে তৈরি করতে হবে যেন পিছলা না হয়।
৮। প্রাকৃতিক আলো-বাতাসের
ব্যবস্থা থাকতে হবে
Subscribe to:
Posts (Atom)