Monday, 3 November 2014

বাঁধ ব্যর্থ হওয়ার কারণ

আমরা জানি যে,কোন নদী বা স্রোতস্বিনীতে আডাআডি ভাবে নির্মিত মাটি বা পাকা প্রাচীরের যে প্রতিবন্ধক নির্মাণ করা হয় তাকে বাঁধ বলে। অনেকগুলো কারণে এই বাঁধ ব্যর্থ হতে পারে,যেমন: *বাঁধের উপর দিয়ে পানি গডানো * স্লিপিং *পারকুলেশন বা লিকেজ *ক্ষয় *ত্রুটিপূর্ণ নির্মাণ ও মেরামতa

মাটির বাঁধ ডিজাইনের সময় নিচের বিষয়গুলো বিবেচনা করতে হয়....

.*উপরি প্রস্থ :সচরাচর 3 থেকে 4 মিটার রাখা হয়। *ফ্রি বোর্ড: এটি সাধারণত 2 থেকে 3 মিটার রাখা হয়। *ঢাল:কাদা মাটিতে 3:1 এবং বালি মাটিতে 4:1 হারে ঢাল দিতে হবে। *কেন্দ্রীয় অপ্রবেশ্য কোর: পানি চুয়াইয়ে যাতে ভিতরে প্রবেশ করতে না পারে, সেজন্য বাঁধের মধ্য বরাবর বালি বা ইটের দেয়াল দিতে হবে।

No comments:

Post a Comment