Tuesday 4 November 2014

সাধারণভাবে সদ্য ঢালাইকৃত কংক্রিট কে জমিয়ে নির্দিস্টি আকারে আনার জন্য কাঠ,প্লাস্টিক বা লোহা দ্বারা যে অস্থায়ী কাঠামো নির্মাণ করা হয় তাকে ফর্মওয়ার্ক বলে। একটি ফর্মওয়ার্কের নিম্নোক্ত উপাংশগুলো থাকে: *শীটিং *ইওক *ওয়েজ *ক্লিট *ব্যাটেন *লেজার *বোল্ট একটি ফর্মওয়ার্কের উপর নিচের লোড গুলো আসতে পারে... *সদ্য ঢালাই কৃত কংক্রিট এর ওজন,সাধারণত 2600kg/m3. *সদ্য ঢালাইকৃত কংক্রিট .এর হাইড্রোস্ট্যাটিক প্রেসার। *কার্যরত শ্রমিকের ওজন,সাধারণত 370-400kg/m3. *ঢালাই এর সময় ইমপ্যাক্ট প্রতিক্রিয়া। *কম্পন জনিত লোড একটি ভাল ফর্মওয়ার্কের নিচের গুণগুলো থাকতে হবে... *এটি শক্ত হবে। *সমস্ত লোড বহন উপযোগী হবে। *ফর্মওয়ার্কের মালামাল সস্তা,সহজ প্রাপ্য,পুনঃব্যবহার যোগ্য হবে। *ডিফ্লেকশন জনিত কারণে কোন ক্ষতি হবে না। *এটা পানি রোধী হবে *ওজনে হালকা হবে *পৃষ্টদেশ মসৃণ হবে *সিমেন্ট গ্রাউন্ট লিকেজ করবে না। *মজবুত সার্পোট এর উপর ফর্মওয়াক স্থাপন করতে হবে। ধন্যবাদ সবাইকে।আশা করি,সবাই রমযানের 5 তম রোযা টি পালন করছেন।ইসলামের চেতনায় উজ্জীবিত হন,এই কামনা র'ইল।

http://architecturaldesignarup.blogspot.com/

No comments:

Post a Comment